তুরস্কে সড়ক দুর্ঘটনায় ‘বাংলাদেশিসহ’ নিহত ১৫
প্রকাশিত হয়েছে : ৫:২৩:৪৮,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৫০৪ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
তুরস্কে সড়ক দুর্ঘটনায় ১৫ জন অবৈধ অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণপূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশে অভিবাসীদের বহনকারী একটি মিনিবাস সড়ক থেকে খাদে পড়ে গেলে প্রাণহানির এ ঘটনা ঘটে। এতে আরও ২০ জনের মতো আহত হয়েছেন।
ঘটনাস্থলের একটি ফুটেজে খাদে পড়ে থাকা মিনিবাসটির কাছে সড়কের পাশে হতাহতদের শোয়া অবস্থায় দেখা গেছে।
সম্প্রচারমাধ্যম এনটিভি জানিয়েছে, বাসটি খাদে পড়ার সময় কয়েকজন যাত্রী নিচে পড়েন।
বাসটি কোথায় যাচ্ছিল এবং তার আরোহী অভিবাসীদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
প্রাদেশিক গভর্নর মেহমেত বিলমেজের বরাত দিয়ে এনটিভি জানিয়েছে, ওই অভিবাসীরা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক বলে ধারণা করছেন তারা।
রয়টার্স বলছে, সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে যাওয়া ১০ লাখের বেশি অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ইউরোপে ঢুকতে তুরস্ক পাড়ি দিয়েছে।