বিশ্বকাপে থ্রি লায়ন্সদের বিরুদ্ধে জয়ের হ্যাট্রিক করতে পারবে বাংলাদেশ?
প্রকাশিত হয়েছে : ১:৪৫:০৬,অপরাহ্ন ০৮ জুন ২০১৯ | সংবাদটি ৪০৫ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক
মুখ গোমরা করে থাকা কার্ডিফের আকাশের মন ভালো থাকলে আজ সোফিয়া গার্ডেনসে মুখোমুখি হচ্ছে টাইগার ও থ্রি লায়ন্স। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশও যে ছাড় দিয়ে কথা বলার পাত্র নয় তা ভালোভাবেই জেনে গেছে সব দল। যদিও নিজেদের সর্বশেষ ম্যাচে হারা দু’দলই যে পয়েন্ট টেবিলের জটিল ক্যালকুলেশনের বেড়াজালে না যেতে জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। প্রতিপক্ষকে কাবু করে জয় ছিনিয়ে নিতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে দু’দলই।
সর্বশেষ ম্যাচে হেরে টুর্নামেন্টে ফিরে আসতে মরিয়া দুই দলই নিজেদের চাঙ্গা রাখতে সুখস্মৃতি রোমন্থন করতে চাইতে পারেন। অবশ্য বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে বাংলাদেশের বিরুদ্ধে যে মোটেই সুখস্মৃতি নেই ইংল্যান্ডের। ২০১১ ও ২০১৫ সালে অনুষ্ঠিত দুই বিশ্বকাপ আসরেই যে বাংলাদেশের বিপক্ষে হেরেছে ইংল্যান্ড। ২০১১ সালের ওই ম্যাচে ২২৬ রানের লক্ষে খেলতে নেমে ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলার পর নবম উইকেট জুটিতে সফিউল ইসলামকে সঙ্গে নিয়ে মাহমুদুল্লাহর ৫৮ রানের পার্টনারশিপে রুদ্ধশাস ওই ম্যাচে দুই উইকেটের জয় পায় বাংলাদেশ।
২০১৫ সালে বাংলাদেশের করা ২৭৫ রানের জবাবে খেলতে নেমে মাশরাফি, সাকিব, তাসকিন ও রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ২৬০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড, সঙ্গে তাদের বিশ্বকাপ স্বপ্ন। ২০১৫ সালের ওই ম্যাচে তো বাংলাদেশের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। তবে ইংল্যান্ড না চাইলেও বাংলাদেশ ওই দুই ম্যাচের স্মৃতি রোমন্থন করে নিজেদের চাঙ্গা করে নিতেই পারে। আর আজ অনুষ্ঠিতব্য ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করলে মজার একটি রেকর্ডই গড়ে ফেলবে বাংলাদেশ। বিশ্বকাপের পর পর তিন আসরে কোনো দল কে হারিয়ে হাট্রিক করার রেকর্ড।
কার্ডিফের সোফিয়া গার্ডেনস গ্যালারি মাতাতে মুখিয়ে থাকা বাংলাদেশি সমর্থকদের মতো দেশের ১৬ কোটি ক্রিকেট ভক্তই যে চাইছেন ইংল্যান্ড বধের আনন্দে মাততে। তিন আসরে থ্রি লায়ন্সদের বিরুদ্ধে টানা জয় ছিনিয়ে নিয়ে কি সেই হ্যাট্রিক করতে পারবে বাংলাদেশ?