জার্মানিতে বৈশাখী কনসার্টে দর্শক মাতালেন লুৎফর-সেজুতি জুটি
প্রকাশিত হয়েছে : ১:১৪:৪৪,অপরাহ্ন ০১ মে ২০১৯ | সংবাদটি ৩৪৬ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
বাংলা বর্ষবরণ উপলক্ষে জার্মানির মিউনিখে বৈশাখী কনসার্টে দর্শক মাতালেন লুৎফর-সেজুতি জুটি। রবিবার (২১ এপ্রিল) জার্মানির মিউনিখের সোহাস মিলনায়তনে বৈশাখী মিলন ও লাইভ কনসার্টটি অনুষ্ঠিত হয়।
জার্মান সরকারি রেজিস্ট্রশনকৃত ‘বাংলা মিউনিখ সংগঠন’ অনুষ্ঠানটি আয়োজন করে। এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো সেরা কণ্ঠ তারকা এস. এম লুৎফর ও সেজুতির একক সংগীত পরিবেশনা। বহু দর্শকের উপস্থতিতে এই জুটি প্রায় ৩ ঘণ্টা সংগীত পরিবেশন করেন।
সংগঠনের সভাপতি মো. মাসুম মিয়া অনুষ্ঠানটি সফল করার জন্য উপস্থিত সকল বাংলাদেশিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।