লাউয়াছড়া এলাকায় রেললাইনে গাছ পড়ে ট্রেন যোগাযোগ বিঘ্নিত
প্রকাশিত হয়েছে : ৬:১৬:২৩,অপরাহ্ন ৩০ জুন ২০১৮ | সংবাদটি ১৩৭ বার পঠিত
শ্রীমঙ্গল সংবাদদাতা:: শ্রীমঙ্গলের লাউয়াছড়া এলাকায় রেল লাইনের উপর গাছ পড়ে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল দুই ঘন্টা বন্ধ থাকে। শনিবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে।
ফলে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় আটকা পড়ে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পারাবত এক্সপ্রেস ভানুগাছ ষ্টেশনে আটকা পড়ে।
পাহাড়িকা ট্রেনের যাত্রীরা রেলওয়ে বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের বিলম্ব দেখে স্থানীয় বন বিভাগের অফিস ঘেরাও করে শতশত যাত্রীরা।
বন বিভাগের অফিস থেকে করাত এনে যাত্রীরা গাছ কাটার পর প্রায় পোনে দুই ঘন্টা পর ট্রেন যোগাযোগ সচল হয়।