প্যারিসে পিনাকী ভট্রাচার্যের বিরোদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২:৫৮:৫৯,অপরাহ্ন ২২ মার্চ ২০২৩ | সংবাদটি ১৪১ বার পঠিত
গুজব, অপপ্রচার, জঙ্গিবাদে উস্কানি ও বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে (২১ মার্চ) রিপাবলিক চত্বরে ফ্রান্স আওয়ামীলীগ আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পিনাকী ভট্রাচার্যসহ দেশবিরোধী একটি চক্র জঙ্গিদের উস্কানি দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে নিয়মিতভাবে গুজব ও অপপ্রচার করে যাচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পিনাকী ভট্রাচার্য দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত।
তাঁরা আরও বলেন, পিনাকী ভট্রাচার্য ফ্রান্সে বসে বাংলাদেশ, বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বিভিন্ন অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এইসব অপপ্রচার অব্যাহত রেখেছে।
আইনগতভাবেই এটা বন্ধ হওয়া দরকার। ফ্রান্সের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো সম্পর্কে ফ্রান্স সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বক্তারা ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বরাবর পিনাকীর বিরুদ্ধে অভিযোগ জানাবে বলেও ঘোষণা দেন।
আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ সময় সভাপতিত্ব করেন, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি সুনাম উদ্দিন খালিক,সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অল ইউরোপীয়ান আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি ।
বক্তব্য রাখেন, হাসান সিরাজ, নুরুল আবেদিন, আশরাফুল ইসলাম, শাহজাহান শাহী , আমিন খান হাজারী, মাহবুবুল হক কয়েছ, আলমগীর খান,মাসুম আহমদ প্রমুখ ।