ফ্রান্সে প্রবাসীর হৃদয়ে বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের আনুষ্টানিক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:৩১,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২১ | সংবাদটি ৬৭২ বার পঠিত
এনায়েত হোসেন সোহেল
প্যারিসে প্রবাসীর হৃদয়ে বঙ্গবন্ধু স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে লা কর্ণব ওভারভিলায় ফ্রান্স আওয়ামীলীগের উদ্যেগে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এমএ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন,ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা কামরুল হোসেন বকুল,শাহেদ আলী,সুব্রত ভট্রাচার্য শুভ,অবনী চন্দ্র দাস গোপাল,আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোস্তফা হাসান,ফয়সল উদ্দিন,এমদাদুল হক স্বপন,অধ্যাপক অপু আলম,প্রচার সম্পাদক আমিন খান হাজারী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী আক্কাস,আন্তর্জাতিক বিষয়ক শাহীন আরমান চৌধুরী,যুবলীগ নেতা কামাল মিয়া,এস এম কামরুল হাসান সেলিম, নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,জাহাগীর আলম,নগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ আলম মায়া,আমিনুর রহমান ফারুক,স্বেচ্ছাসেবক লীগ ফ্রান্সের যুগ্ম আহবায়ক দেবেশ বড়ুয়া,যুবলীগ নেতা লাবু চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্মই হতো না। বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমান।
ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রান্স আওয়ামীলীগ জাতির জনকের প্রতি শ্রদ্ধা স্বরূপ প্রবাসীর হৃদয়ে বঙ্গবন্ধু শিরোনামে এই স্মারক গ্রন্থ প্রকাশ করেছে। এটা ফ্রান্স আওয়ামীলীগের একটি স্বপ্ন উদ্যেগ।
এদিকে রবিবার এক ভার্চুয়াল অনলাইনে জুম মিটিংয়ের মধ্যে দিয়ে স্মারক গ্রন্থ প্রবাসীর হৃদয়ে বঙ্গবন্ধু স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট লেখক সাংবাদিক কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরী। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।