ফ্রান্সে প্রথম স্থায়ী শহীদ মিনার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৫:৪০:৪৩,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৬৭৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার পর ফ্রান্সের তুলুজ শহরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধন করা হল ভাষা শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার।
দক্ষিণ ফ্রান্সের পিংক সিটি খ্যাত এই শহরে রবিবার স্থানীয় সময় বেলা ১১টায় স্থায়ী শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহরের মেয়র জন লুক মুদানক। এ সময় মেয়র বলেন, ‘এই ভাষা স্মৃতিস্তম্ভটি শুধু বাংলাদেশীদের নয় এটি আমাদেরও। ভাষারজন্য বাংলাদেশীদের যে আত্মত্যাগ, তা পৃথিবীতে বিরল। এই স্মৃতিস্তম্ভটি স্থাপনের ফলে ফ্রান্স ও বাংলাদেশীদের মধ্যেসাংস্কৃতিক সম্পর্ক আরো দৃঢ় হলো।’
এ সময় উপস্থিত ছিলেন শহীদ মিনারের উদ্যোক্তা তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকমসেলিম, আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মাহবুবুর রহমান, ফ্রান্সস্হ বাংলাদেশইকোনমি চেম্বারের পরিচালক জানা মার্টিনসহ স্থানীয় সিটি কর্পোরেশনের সহকারী মেয়রগণ।
পরে প্রশাসনের বিশেষ অনুমতির মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাস, তুলুজ সিটি কর্পোরেশন, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন, আয়েবা, ফ্রান্স বাংলাদেশ ইকোনমি চেম্বার, বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন ও তুলুজ প্রবাসী বাংলাদেশীরা।
শহীদ মিনারের প্রতিষ্ঠাতা ও তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফকরুল আকম সেলিম বলেন, ‘তুলুজশহরের বুকে বাংলাদেশিদের অমর একুশের স্থায়ী শহীদ মিনার নির্মাণ এটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।’
আয়েবার মহাসচিব ও ওয়াল্ড বাংলাদেশ এসোসিয়েশন প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ বলেন , ‘এই শহীদ মিনার উদ্বোধনেরমধ্য দিয়ে তুলুজবাসীদের দীর্ঘ দিনের স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে।’
শহীদ মিনারের প্রতিষ্ঠাতা ও তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফকরুল আকম সেলিম বলেন, ‘তুলুজশহরের বুকে বাংলাদেশিদের অমর একুশের স্থায়ী শহীদ মিনার নির্মাণ এটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।’
আয়েবার মহাসচিব ও ওয়াল্ড বাংলাদেশ এসোসিয়েশন প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ বলেন , ‘এই শহীদ মিনার উদ্বোধনেরমধ্য দিয়ে তুলুজবাসীদের দীর্ঘ দিনের স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে।’
ইত্তেফাক/এমআর
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত