নিলামে যে দামে বিক্রি হলো মোনেম মুন্নার ২ জার্সি
প্রকাশিত হয়েছে : ৯:০২:২৭,অপরাহ্ন ১০ মে ২০২০ | সংবাদটি ৬৫৭ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
মহামারী করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে নিজেদের প্রিয় আর ঐতিহাসিক সব স্বারক নিলামে তুলছেন খেলোয়াড়রা। সাকিব, মুশফিক ও সৌম্যর ব্যাট, তাসকিনের বল ইতিমধ্যে নিলামে উঠেছে।
এবার নিলামে উঠল বাংলাদেশ ফুটবলের নক্ষত্র প্রয়াত মোনেম মুন্নার দুটি জার্সি।
শনিবার রাতে অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা হয় মুন্নার ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপজয়ী দলের জার্সি।
জার্সিটি নিলামে বিক্রি ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে। কার্নিভাল ইন্টারনেটের স্বত্ত্বাধিকারী এ জার্সিটি কিনে নেন।
এর পর নিলামের লাইভে মুন্নার স্ত্রী সুরভী মোনেমের কাছে মাহবুব নামে এক ব্যক্তি আরেকটি জার্সি চেয়ে বসেন। তিনি নিজেকে মোনেম মুন্নার ভক্ত বলে জানান। সেই ভক্তের কাছে মুন্নার আবাহনীতে খেলা আরেকটি জার্সি ২ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করেন সুরভী।
জার্সি বিক্রি হওয়ায় শুকরিয়া প্রকাশ করে সুরভী মোনেম বলেন, আলহামদুলিল্লাহ। আজ আমি অনেক অনেক খুশি। আমার উদ্দেশ্য সফল হতে চলেছে। এ টাকা এই সংকটময় সম্যে গরীব মানুষদের কাজে আসবে।