বিয়ানীবাজার হাসপাতালে ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি প্রদান
প্রকাশিত হয়েছে : ৬:১৩:১৫,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭২৯ বার পঠিত
লন্ডন প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার চিকিৎসক ও স্বাস্হ্যকর্মীরা কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্হিতিতে সম্মুখ সারিতে থেকে সাহস ও দায়িত্বশীলতার সাথে জনগনকে স্বাস্হ্য সেবা নিশ্চিত করে যাচ্ছেন। এ সকল চিকিৎসক ও স্বাস্হ্যকর্মীদের স্বাস্হ্য সুরক্ষার জন্য ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি (পিপিই) প্রদান করেছে যুক্তরাজ্যের স্বনামধন্য চ্যারেটি সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট। ২২ এপ্রিল বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে একটি অনুষ্ঠানের মাধ্যমে তা হস্তান্তর করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সিনিয়র সদস্য আলহাজ্ব বাজিদুর রহমান, জুবের আহমদ, চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার হাসানুল হক উজ্জল। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল ১৪০ টি উন্নতমানের ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম (পিপিই-গাউন), ৫০০ জোড়া হ্যান্ড গ্লাভস, ৫০০ সার্জিক্যাল মাস্ক, ১০ পিস অরিজিনাল এন-৯৫ মাস্ক, ১০ পিস ল্যাবরেটরি নিরাপত্তা চশমা গগলস, ৪০ পিস করোনার নমুনা সংগ্রহ সোয়াব স্টিক ( Swab Stick), ৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫০ পিস ফেস শিল্ড।
এ সকল সামগ্রী বিয়ানীবাজার উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ইউনিয়ন স্বাস্হ্য কেন্দ্রের ২১ জন ডাক্তার, ১৮ জন নার্স, ৭ জন উপ সহকারি কমিউনিটি মেডিকেল কর্মকর্তা, ৩৭ জন স্বাস্হ্য সহকারি ও সহকারি স্বাস্হ্য পরিদর্শক (টিকাদান কর্মী), ২৩জন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার(সিএইচসিপি), ৭ জন ওয়ার্ড বয় ক্লিনারসহ প্রাইভেট চেম্বারের ১২ জন ডাক্তারকে প্রদান করা হয়।
এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পুলিশ প্রশাসনকে প্রত্যেককে ৫ পিস করে ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি প্রদান করা হয়। এছাড়া স্হানীয় সাংবাদিকদের মধ্যে হ্যান্ড গ্লাভস ও মাস্ক প্রদান করা হয়।
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু ও কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন বলেছেন, করোনা পরিস্হিতি সম্মুখ সারিতে থেকে চিকিৎসক ও স্বাস্হ্য কর্মীরা মোকাবিলা করছেন। আমরা তাদেরকে সাহস ও অনুপ্রেরণা দিতে চাই। তাদের স্বাস্হ্যের সুরক্ষার জন্য এসকল ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এ সকল স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী প্রদান করার জন্য বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্হ্য প্রশাসন।