যুক্তরাজ্যে করোনায় চিকিৎসক আবদুল মাবুদের মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশনারের শোক
প্রকাশিত হয়েছে : ৩:২৮:০৭,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ৮১৪ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসক আবদুল মাবুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন,করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসক ড. আবদুল মাবুদ চৌধুরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মতো একজন অভিজ্ঞ চিকিৎসকের অকাল মৃত্যুতে শুধু তার পরিবারেরই নয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যে বসবাসকারি বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটি ও ব্রিটিশ ন্যাশনাল হেল্থ সার্ভিসেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। মানুষের জীবন রক্ষায় তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন তাতে আমরা গর্বিত। ড. আবদুল মাবুদ চৌধুরী তার পরিবার, বাংলাদেশ ও যুক্তরাজ্যে বসবাসকারি বাংলাদেশি-ব্রিটিশ ভাই-বোনেদের মধ্যে একজন আদর্শ চিকিৎসক ও মানব-দরদী মানুষ হিসেবে চির-স্মরণীয় হয়ে থাকবেন। আমি মরহুমের জান্নাতবাস ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।