প্যারিসে জয় বাংলা উৎসব পালিত
প্রকাশিত হয়েছে : ৯:০৯:০২,অপরাহ্ন ০১ এপ্রিল ২০২২ | সংবাদটি ৩৪৬ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে জয় বাংলা উৎসব পালিত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে মাক্সধর্মা গীর্জা হলে অনাড়ম্বর অনুষ্টানের মধ্য দিয়ে বাংলাদেশ দুতাবাস ও ফ্রান্স আওয়ামীলীগের সহযোগিতায় এ অনুষ্টান অনুস্টিত হয় ।
প্যারিসে আয়োজিত জয় বাংলা উৎসব-২০২২ এর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী এ কে মোমেন ভার্চুয়াললি বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা বিশেষ ভাবে স্বরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহা সড়কে, আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনার নেতৃত্বে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি প্রবাসীদের দেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে হবে।
বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি রক্ষায় ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ডিপ্লোমেটিক বিভিন্ন মিশনের পাশাপাশি প্রতিটি প্রবাসীকে সমান ভাবে দায়িত্ব পালন করতে হবে বলে তিনি তাঁর বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
তিনি উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিদের সমবেতভাবে জয় বাংলার শপথ পাঠ করান।
জয় বাংলা উৎসবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মাহবুবুল আলম এবং দূতাবাস প্রধান ওয়ালিদ বিন কাশেম সহ দূতাবাসের সকল কর্মকর্তা। এছাড়া ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ফ্রান্স আওয়ামিলীগের নেতৃবৃন্দ এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল “শিরোনামহীন”। তারা শতকন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত এবং তাদের দলের জনপ্রিয় গান “তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই” সহ আরো বেশকিছু গান পরিবেশন করেন। পাশাপাশি ফ্রান্সের বাংলাদেশী স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।