সিলেটের সেই যুবক করোনাভাইরাস মুক্ত
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:৪৭,অপরাহ্ন ০৮ মার্চ ২০২০ | সংবাদটি ২৯৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া কানাইঘাটের সেই প্রবাসী যুবকের রক্তপরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
এরপর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড বসে তাকে রিলিজ দেয়া হয়।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
তিনি বলেন, প্রবাসী ওই যুবকের শরীরের রক্তপরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। তার রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ তার শরীরে কোনো করোনাভাইরাস বিদ্যমান নেই।
তাকে কবে রিলিজ দেয়া হবে জানতে চাইলে তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজই (রোববার) তাকে রিলিজ দেয়া হয়েছে।
এর আগে সিলেটের কানাইঘাট উপজেলার দুবাই ফেরত প্রবাসী ওই যুবককে (৩২) ‘করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে’ বুধবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় .
সৌজন্য – যুগান্তর