পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:৫৮,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫৯৮ বার পঠিত
মো. রাসেল আহম্মেদ, পর্তুগাল থেকে
মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয় উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় পর্তুগাল অভিবাসন অধিদপ্তরের হলরুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
সংগঠনের সভাপতি রানা তসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগালের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শাহীন সায়ীদ, সাধারণ সম্পাদক কবি মোরশেদ কমল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান এবং কার্যকরী সদস্য জয় হাওলাদারসহ সংগঠনের নতুন সদস্যবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আরো উপস্থিত ছিলেন লিসবনের স্থানীয় সরকারি হাসপাতালের ডাক্তার ও বাংলাদেশিদের স্বাস্থ্য বিষয়ক প্রকল্প ‘বেঙ্গল লিসবোয়া প্রজেক্ট’ এর চেয়ারম্যান ক্রিশ্চিয়ানো ফিগুইরেডুসহ স্থানীয় বিভিন্ন সংস্থার পর্তুগিজ মানুষজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সাংবাদিক এনামুল হক এবং গীতা পাঠ করেন পিএইচডি গবেষক বিশ্বজিত রায়। মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বক্তব্য রাখেন তরুণ কমিউনিটি ব্যক্তিত্ব রনি হোসাইন, জয় হাওলাদার, শাহীন সায়ীদ ও সাংবাদিক মো. রাসেল আহম্মেদ। এসময় বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের বিভিন্ন সামাজিক কাজকর্মের বর্ণনা করেন।