ঢাকা-কক্সবাজারে ইউএস বাংলার প্রতিদিন ৬টি ফ্লাইট
প্রকাশিত হয়েছে : ১১:২৫:৩১,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩২১ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১০ ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ৬টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ৪টি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রী সাধারণের অতিরিক্ত চাহিদার কারণে ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন অতিরিক্ত ২টি ফ্লাইট বৃদ্ধি করে মোট ৬টি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে, যা যাত্রীদের চাহিদাকে পরিপূর্ণতা দিতে সহায়তা করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
প্রতিদিন সকাল ৮টা, ৯টা ৪০ মিনিট, ১১টা, দুপুর ১২টা, ১২টা ৪৫ মিনিট ও ৩টায় ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, ১১টা ১০ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট, ১টা ৩০ মিনিট, ২টা ১৫ মিনিট ও বিকাল ৪টা ৩০ মিনিটে ফ্লাইট চলাচল করছে।
বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট এগারোটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।
কক্সবাজার ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে।
বিস্তারিত তথ্য জানার জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। যোগাযোগ করা যাবে ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ এই নম্বরে।
সৌজন্য – যুগান্তর