পাতন-আব্দুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন : সভাপতি বদরুল হোসেন
প্রকাশিত হয়েছে : ৭:৩২:৩২,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪১০ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
বিয়ানীনাজার উপজেলার অন্যতম বিদ্যাপীঠ পাতন-আব্দুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোঃ বদরুল হোসেন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে পুনঃগঠিত কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটি নির্বাচন-২০১৯-‘র প্রিজাইডিং অফিসার মৌলুদুর রহমানের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে বদরুল হোসেনকে সভাপতি মনোনীত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি কল্পনা রাণী সরকার, দাতা সদস্য নিজামুল হক নাজিম, সাধারণ অভিভাবক সামছুল ইসলাম, বিলাল আহমদ, আবুল কালাম আজাদ চুনু, কয়েছ আহমদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সুলতানা রাজিয়া।
মোঃ বদরুল হোসেনের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নাধীন আব্দুল্লাপুর গ্রামে।
সভাপতি মনোনীত করায় তিনি বিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।