কফির বর্জ্য থেকে সানগ্লাস
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:১১,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪০ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
কফির স্বাদ চেখে নয়, চোখে দেখুন! অনেকটা এই অভিজ্ঞতাই হচ্ছে ইউক্রেনবাসীর।
দেশটির রাজধানী কিয়েভের বিখ্যাত চশমা বিপণনকারী কোম্পানি ওচিস কফির বর্জ্য থেকে তৈরি সানগ্লাস বাজারে ছেড়েছে। সানগ্লাসটি পরিবেশবান্ধব ও ফ্যাশনেবল বলে দাবি প্রতিষ্ঠানটির।
কফির বর্জ্য থেকে আসবাবপত্র, কাপ, কালি ও জ্বালানি তৈরি হলেও সানগ্লাসের বিষয়টি একেবারেই নতুন। কারিগর হ্যাভরিলেঙ্কোর এই উদ্ভাবনী প্রযুক্তিতে কফির ঘ্রাণও যুক্ত রয়েছে। চশমাটি চোখে দিলেই কফির ঘ্রাণ গিয়ে লাগবে নাকে।
হ্যাভরলিঙ্কো জানান, কফির স্বাদযুক্ত চশমাটি বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮৯ মার্কিন ডলারে। দাম কিছুটা চড়া হওয়ায় বোধহয় ইউক্রেনবাসী ততটা আগ্রহ দেখাচ্ছে না।
ওচিস বলছে, তাদের এই সানগ্লাসের গ্রাহকদের মধ্যে মাত্র ১০ শতাংশ ইউক্রেনের নাগরিক। মূলত যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ, জাপান ও অস্ট্রেলিয়ার নাগরিকদের এটির প্রতি আগ্রহ বেশি। রয়টার্স।