পাকিস্তানি পত্রিকায় বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন
প্রকাশিত হয়েছে : ৪:১৫:১০,অপরাহ্ন ২৫ জুন ২০১৯ | সংবাদটি ৫৬৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
পাকিস্তান ক্রিকেট মানে যেকোনো ম্যাচ অনাকাঙ্ক্ষিতভাবে জিতে যাওয়া! আবার পাকিস্তান মানে হাতের মুঠোর ম্যাচ ফসকে যাওয়া! পাকিস্তান মানে ক্রিকেটাঙ্গনে আলোচনার ঝড়! সেই পাকিস্তান দল কি দারুণ সূচনাই না করেছিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অথচ সেই পাকিস্তানকেই কিনা দ্বিতীয় জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে আরো ৫টি ম্যাচ।
৬ ম্যাচ শেষে পাকিস্তানের ঝুলিতে দুই জয়ে পয়েন্ট মাত্র ৪। পয়েন্ট তালিকায় অবস্থান ৭ নম্বরে। খাদের কিনারে থাকা দলটি নিজেদের দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখছে সেমিফাইনালের! আর সে স্বপ্নে পথে কাটা ভাবছেন আফগানিস্তান, বাংলাদেশ আর নিউজিল্যান্ডকে। কোচ থেকে অধিনায়ক সবাই যখন পরের তিন ম্যাচের জন্য জয়ের কথা বলছেন তখন পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা দ্য নেশন’ আজকের পত্রিকায় ছাপলো ব্যঙ্গাত্মক কার্টুন।
আজ মঙ্গলবারের ‘দ্য নেশন’ পত্রিকার কার্টুন বিভাগে ছাপানো এই ব্যঙ্গাত্মক কার্টুন। এর কারণে প্রতিপক্ষ দল তিনটি ক্ষুদ্ধ হতেই পারে। কার্টুনে দেখানো হয়, একটি কবর ভেঙে ব্যাট হাতে উঠে দাঁড়িয়েছে পাকিস্তানের একজন খেলোয়াড়। সেই ব্যাটের আঘাতেই মাটিতে পড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সামনে আতঙ্কিত চেহারায় দৌড়াচ্ছে নিউজিল্যান্ড, আফগানিস্তান আর বাংলাদেশ।