ফুটবলের এক ম্যাচে গোল হয়েছে ৩,৬০৪টি!
প্রকাশিত হয়েছে : ১:৩০:০৪,অপরাহ্ন ০৮ জুন ২০১৯ | সংবাদটি ৪২৯ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক
টানা ১৬৮ ঘণ্টার ফুটবল ম্যাচ খেলে রেকর্ড করেছে জার্মানির দুটি ক্লাব। দক্ষিণ-পশ্চিম জার্মানির ‘স্পোর্টসফ্রয়েন্ডে জাংক্ট ভেন্ডেল-ভিন্টারবাখ’ এবং ‘থ্যাংক গড ইটস ফ্রাইডে ইভেন্ট ক্লাব’-এর মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত চলা ম্যাচটির মোট স্থায়ীত্বকাল এর আগের রেকর্ডের তুলনায় ২৮ ঘণ্টা বেশি। প্রত্যেক দল এক হাজার ৮০২টি করে গোল করায় খেলাটি ড্র হয়েছে।
এর আগে টানা ১০৮ ঘণ্টা খেলে সবচেয়ে বড় ম্যাচের রেকর্ড ছিল দুটি ব্রিটিশ দলের।
এই ম্যাচে প্রত্যেক দলে ১৮ জন করে খেলেছেন। প্রতি এক ঘণ্টা পর ৫ মিনিট করে বিরতি দেয়া হতো।
সূত্র: ডয়চে ভেলে