মোস্তাফিজ নিয়ে কোচের বিশেষ ভাবনা
প্রকাশিত হয়েছে : ১১:৩৯:৩১,অপরাহ্ন ১০ মে ২০১৯ | সংবাদটি ৩৬১ বার পঠিত
সময়টা ভালো যাচ্ছে না মোস্তাফিজুর রহমানের। উইকেটের দেখা পেলেও রান দিয়ে ফেলছেন প্রচুর। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে তৃতীয় ওয়ানডেতে নিজের ১০ ওভারে খরচ করেছেন ৯৩ রান। সবশেষ গত মঙ্গলবার আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিয়েছেন ৮৪ রান। দুই ম্যাচেই বাংলাদেশ দলের সবচেয়ে ব্যয়বহুল বোলার তিনি।
বল হাতে এমন পারফরম্যান্সের পর ক্রিকেটমহলে কানাঘুষা চলছে, তা হলে কী হারিয়ে গেলেন ফিজ। তবে তার ওপর আস্থা হারাচ্ছেন না টাইগার কোচ স্টিভ রোডস।বৃহস্পতিবার তিনজাতি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশের ম্যাচ।
এরপর তিনি সাংবাদিকদের বলেন, মোস্তাফিজের বোলিং নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ওয়ানডে ক্রিকেটে সে অসাধারণ বোলার। এই তো কদিন আগেও ও বিশ্বের সেরা পাঁচ বোলারের একজন ছিল। বাংলাদেশের খুব বেশি বোলার এমন পর্যায়ে গেছে বলে শুনিনি।
স্টিভ রোডস বলেন, আগের ম্যাচেও তার কিছু বল তীব্র গতিতে উইকিপারের গ্লাভসে গিয়ে পড়েছে। সে যদি গতিটা আরেকটু বাড়াতে পারে তা হলে আগের সেই ফিজকেই দেখতে পাবেন।