শিশুটির নাম রাখা হলো ‘ফণী’
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:১৪,অপরাহ্ন ০৫ মে ২০১৯ | সংবাদটি ৩৮১ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ঘূর্ণিঝড় ‘ফণী’ তাণ্ডবের মধ্যে জন্ম নেয়া শিশুর নাম রাখা হলো ‘ফণী’। ভারতের উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে গত শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩ মিনিটে মেয়ে শিশুটির জন্ম হয়।
চিকিৎসকরা বলছেন, ওই শিশুর মা মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপে কাজ করেন। মা ও শিশু সুস্থ রয়েছেন।
উড়িষ্যার উপকূলে ভয়ঙ্কর ঝড়ের কথা আগেই বলা হয়েছিল। ওই সময়ই সন্তান প্রসবের তারিখ দেওয়া হয়েছিল সেই নারীর। উপায় না পেয়ে ভুবনেশ্বর রেলওয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত সেই হাসপাতালে জন্ম নেয় শিশুটি।
গত বছর উড়িষ্যায় আঘাত হানা ঘূর্ণিঝড় তিতলির সময় জন্ম নেওয়া বেশ কয়েকজন শিশুরর নাম রাখা হয় ‘তিতলি’। এর আগে বাংলাদেশে সিডর ও আইলার নামানুসারেও নামকরণ করতে দেখা গেছে।