হবিগঞ্জে খালেদার মুক্তির দাবিতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৪:০৩:২৪,অপরাহ্ন ০৫ জুলাই ২০১৮ | সংবাদটি ১৭৬ বার পঠিত
হবিগঞ্জ সংবাদদাতা:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা মিছিল বের করলে শায়েস্তানগর এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে।
এ সময় পথসভায় বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক পৌর মেয়র জি কে গউছ, জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, আবুল হাশিম, ফরিদ আহমেদ অলি, আজিজুর রহমার কাজল, যুবদল সভাপতি মিয়া মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন ও জাসাস সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।