শ্রীমঙ্গলে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১:২৬:৩৩,অপরাহ্ন ২৯ জুন ২০১৮ | সংবাদটি ১৯৬ বার পঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি:: বিশ্বকাপের জ্বরে কাপছেঁ বাংলাদেশসহ সারাবিশ্ব। নিজের দেশ নেই বিশ্বকাপে। আদৌ কখনো খেলতে পারবে কি-না সেই নিশ্চয়তা নেই। তাই বলে কি বিশ্বকাপে হাতগুটিয়ে বসে থাকা যাবে? তাই প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শ্রীমঙ্গলস্থ চা বাগান ভাড়াউড়া ফুটবল মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গল শাহীবাগ এলাকার ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে ব্রাজিল সমর্থক দল ১ গোল করে এবং দ্বিতীয়ার্ধে আপ্রাণ চেষ্টার পর আর্জেন্টিনা সমর্থক দল ১ গোল করে গোল পরিশোধ করেন। খেলাটি ১-১ গোলে ড্র হয়। ব্রাজিল সমর্থক দলের পক্ষে গোল করেন জাকির হোসেন মোমিন এবং আর্জেন্টিনা সমর্থক দলের পক্ষে রাসেল আহমেদ গোল করেন। ব্রাজিল দলের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন মিল্টন বড়ুয়া এবং আর্জেটিনা দলের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন নাসির আহমেদ রাসেল। খেলার রেফারির দায়িত্ব পালন করেন কাতার প্রবাসী মিল্লাদ আহমেদ। মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।