শাল্লায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
প্রকাশিত হয়েছে : ১:১১:৫৯,অপরাহ্ন ২৫ জুন ২০১৮ | সংবাদটি ১৬৮ বার পঠিত
সুনামগঞ্জ সংবাদদাতা:: সুনামগঞ্জের শাল্লায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. শাহ আলম (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বাহারা ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো. জনাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- রোববার সন্ধ্যার দিকে শান্তিপুর গ্রামের শাহ আলমের গ্রুপের এক শিশুর সঙ্গে প্রতিপক্ষ একই গ্রামের ইয়াসিন আলীর গ্রুপের এক শিশুর ঝগড়া হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মো. শাহ আলম নামের একজন ঘটনাস্থলেই নিহত হন।
সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হন। তাদেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের পর পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শাল্লা থানার ওসি (তদন্ত) মো. জাহিরুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।