প্যারিসে বাংলাদেশী খুন,কমিউনিটিতে শোকের ছায়া
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৫০,অপরাহ্ন ২৭ মে ২০২২ | সংবাদটি ১৭৩ বার পঠিত
শিব্বির আহমদ
ফ্রান্সের রাজধানী প্যারিসে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের আক্রমনে প্রবাসী এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সোহেল রানা বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন সিরাজদি খাঁন উপজেলার লতুবদী ইউনিয়নের বাসিন্দা। সোহেল রানার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, পখ দো ওভারভিলায় স্ত্রী ও চার বছরের পুত্রকে নিয়ে বসবাসকারী সোহেল রানা গত শনিবার ভোরে প্যারিসের বাস্তিল এলাকায় একটি ক্লাবে কাজ শেষে বাসায় ফেরার পথে একদল কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের রোষানলে পরে মর্মান্তিকভাবে আহত হোন। সন্ত্রাসীরা থাকে বেদম প্রহার শেষে মাথায় মদের বোতল দিয়ে উপর্যুপরি আঘাত করে অজ্ঞান রাস্তায় ফেলে চলে যায়। পরে পথচারীরা পুলিশকে খবর দিলে সোহেল রানাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
চারদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার সকাল সাতটায় সোহেল রানা মারা যান।
মৃত্যু কালে মা বাবা, স্ত্রী ও চার বছরের একটি ছেলে ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
এ ঘটনায় ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুন্সিগঞ্জ এসোসিয়েশন ফ্রান্সের সাধারন সম্পাদক টিএম রেজা জানান, বর্তমানে সোহেল রানার পরিবার পরিজন খুবই ব্যথিত ও মর্মাহত।ইতিমধ্যে মরদেহ দেশে প্রেরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। সেই সাথে আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের সাথে সর্বাত্মক যোগাযোগ করা হচ্ছে।