জহিরুল ইসলাম নয়ন বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি
প্রকাশিত হয়েছে : ৯:৪০:৪২,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৫০ বার পঠিত
বকুল খান , স্পেন থেকে
বাংলাদেশ এসোসিয়েশান ইন স্পেনের ভারপাপ্ত সভাপতি হলেন জহিরুল ইসলাম. নয়ন |মঙ্গলবার বাংলাদেশ এসোসিয়েশান ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক ভাবে এ তথ্য নিশ্চিত করেছেন |তিনি জানান ,পারিবারিক সফরে বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল. করিম তারেক বর্তমানে আমেরিকা সফরে আছেন এবং ঈদ পালনে বাংলাদেশ সফরে আছেন এবং সিনিয়র সহসভাপতি আল আমিন মিয়া |তাদের অবর্তমানে সহসভাপতি জহিরুল ইসলাম নয়ন এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন |
উল্লেখ্য ,জহিরুল ইসলাম নয়ন বাংলাদেশ আওয়ামীলীগ স্পেন শাখার সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের অন্যতম নেতা |