অবিকল বঙ্গবন্ধু!
প্রকাশিত হয়েছে : ৬:৩৫:৪১,অপরাহ্ন ২৭ মে ২০১৯ | সংবাদটি ৩৪৭ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
ঠিক যেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হঠাৎ দেখে যে কেউ অবাক হবেন। চেহারাও অবিকল তাঁর মতোই। এ ব্যক্তির নাম আরুক মুন্সি।
হেঁটে গেলে মনে হবে যেন হেঁটে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু। পোশাক-আশাক পরেন একই। আর তাই মানুষও তাকে দেখলে অবাক হয়ে যায়।
আরুক মুন্সি সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও বঙ্গবন্ধুকে মনে প্রাণে ধারণ করেন বলে জানিয়েছেন। নিজেকে জাতির জনকের একনিষ্ঠ ভক্ত হিসেবেই দাবি করেন আরুক মুন্সী।
রাস্তাঘাটে চলাচলের সময় বহু মানুষই তাঁকে দেখে চমকে ওঠে। তাঁর সাথে ছবিও তোলেন অনেকে।
গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া আরুক মুন্সি চাকরি করেন ঢাকার একটি প্রতিষ্ঠানে। সূত্র : চ্যানেল ২৪।