ইতালিতে বাংকার সমিতি রোমের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২:২৭:১৩,অপরাহ্ন ১৩ মে ২০১৯ | সংবাদটি ৬৮০ বার পঠিত
মিনহাজ হোসেন ,ইতালি প্রতিনিধি :
ইতালির রোমে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংকার সমিতি, রোম। গত ১১ই মে ৬ রমজানে রোমের বাতিস্তিনি মসজিদ এ তাওহীদ এ আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক।
ইফতার পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বাংকার সমিতি রোম এর সভাপতি জি এম ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সেলিম আহম্মেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান, সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বর্তমান সাধারন সম্পাদক আবুল কালাম সায়মন, ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংকার সমিতির সিনিয়র সহ সভাপতি ওসমান সর্দার সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাতবর, যুগ্ম সাধারন সম্পাদক হিমেল দেওয়ান, কোষাধ্যক্ষ মীর কামাল, সহ সভাপতি মাইনুল ইসলাম,আলিম বেপারী, জামাল বেপারী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম খোকন সহ সাংগঠনিক সম্পাদক শরীফ দেওয়ান, কাউছার ফারুক, সাংস্কৃতিক সম্পাদক আরিফ হোসেন, সহ কোষাধ্যক্ষ শরীফ মাহমুদ, সহ সাধারন সম্পাদক আল আমিন খান, সহ সভাপতি শফিকুল সুমন বাশার, সদস্য আক্তার হোসেন, তোফায়েল আহমেদ, মঞ্জুর হোসেন, মাহাবুবুর রহমান, মীর আনোয়ার,জি এম আলমগীর,জহিরুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় ব্যবসায়ী সংগঠনের মধ্যে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি,বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি,একতা ব্যবসায়ী সমিতি,মার্কোনী যুব সমাজ,মন্তেভেরদে ঐক্য পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বক দোয়া মিলাদে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। এ ছাড়াও বাংকার সমিতির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগাম ঈদের শুভেচ্ছা জানান।