শমির বিরুদ্ধ ১০০ কোটির মানহানীর মামলা
প্রকাশিত হয়েছে : ৩:১৭:০৩,অপরাহ্ন ০১ মে ২০১৯ | সংবাদটি ৩৮০ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করলেন স্টুডেন্ট জার্নাল বিডির (অনলাইন পত্রিকা) সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
অভিযোগে বলা হয়, গত ২৪ এপ্রিল বিকেল সাড়ে চারটা নাগাদ জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনের ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট বিন্দু ৩৬৫ এর উদ্বোধন অনুষ্ঠানে বাদীসহ বিভিন্ন মিডিয়াকর্মী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেলিব্রেটিরা উপস্থিতি ছিলেন। এ সময় হঠাৎ শমী কায়সারের দু’টি স্মার্টফোন খোয়া যাওয়ার অভিযোগ এনে সাংবাদিককদের চোর বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন শমী। এখানেই শেষ নয়। সাংবাদিকদের হলরুমে আটকে রেখে দেহ তল্লাশি করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যা বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
