মেননকে দেখতে হাসপাতালে কাদের-অলি
প্রকাশিত হয়েছে : ১:১৫:৪২,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৭ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে দেখতে যান ওবায়দুল কাদের।
এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ দেখতে যান মেননকে। এ ছাড়াও সংসদ সদস্য কবি কাজী রোজিও যান সমাজকল্যাণমন্ত্রীকে দেখতে।
হাসপাতালে রাশেদ খান মেননের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ওবায়দুল কাদের। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি মেননের দ্রুত আরোগ্য কামনা করেন।