প্যারিসে সিলেট দিশারী সমাজ কল্যান সংস্থা ফ্রান্সের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:১০:২০,অপরাহ্ন ২৭ মে ২০২৩ | সংবাদটি ৩৬৯ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে নব গঠিত সিলেট দিশারী সমাজ কল্যাণ সংস্থা ফ্রান্সের কার্য নির্বাহী পর্ষদের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে ক্যাথসীমাস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট দিশারী সমাজ কল্যান সংস্থা ফ্রান্সের নির্বাচিত সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কানুন রশীদের পরিচালনায় সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ইকবাল হোসেন,সহ সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান, এমদাদ আহমদ,সাংগঠনিক সম্পাদক নাইম রহমান,সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ,অর্থ সম্পাদক তুহিন আহমদ,সাংস্কৃতিক সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশ ও প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে নব গঠিত এ সংগঠন কাজ করে যাবে।
বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের মরদেহ দেশে প্রেরণ করতে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।