ফ্রান্সে পরিবার পুনর্মিলন দ্রুত ও সহজকরণে বাংলাদেশিদের আন্দোলন
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:০৭,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০২২ | সংবাদটি ২৮৮ বার পঠিত
শাবুল আহমেদ
ফ্রান্সে পরিবার পুনর্মিলনী ভিসা প্রদানের প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণের জন্য ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সামাজিক এসোসিয়েশন সলিডারিতে অ্যাসি ফ্রঁস (সাফ)’র উদ্যোগে রবিবার (২৭ নভেম্বর) দুপুর ১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত Place de la Bourse থেকে Place du Palais Royal পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত।
আয়োজিত এ আন্দোলনে বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ ও সোশ্যাল এসোসিয়েশন La Cimade, Ligue des Droits de l’Homme, Droit Au Logement, CSP75, ASIA-এর নেতৃবৃন্দ এতে অংশ নেয়। আয়োজিত এ আন্দোলনকে সমর্থন জানায় ফ্রান্সের রাজনৈতিক দল ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি।
অনুষ্ঠিত এ আন্দোলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যারিস ১৮ এর কাউন্সিলর আনজুমান সিসকো, লা সিমাদ- ইল দ্য ফ্রঁস’র সেক্রেটারি মারি, ফরাসি সাংবাদিক মেলিন ইসক্রুহুলিয়া, ASIA প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েছ, Liberté, Égalité Papiers-এর এলিস, সাফ’র সদস্য ও সেচ্ছাসেবী জুলহাস, মামুন, শাহিন আহমদ, আতিক রহমান, মনি বিশ্বাস, আনোয়ার হোসাইন ফয়সাল, সাইদুর রহমান, পারভেজ ফখরুল ইসলাম, সাদ মাহবুবুর রহমান, হাসান আলমগীর এম, তানজিম আহমদ তুহিন, রুমন আহমদ চম্পা রানী পাল ও শাহীনুর আলম তালুকদার প্রমুখ।
আন্দোলন প্রসঙ্গে আয়োজক সংগঠন Solidarités Asie France (SAF)-‘র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, ফ্রান্স মানবিক আদর্শ চর্চার অন্যতম একটি দেশ। এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বসবাস করে থাকেন। বিশেষ করে নিয়মিত অভিবাসীরা তাদের পরিবারকে কাছে পেতে স্ব স্ব দেশের ফরাসী দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। যারমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আবেদনকারিও রয়েছেন। তিনি বলেন, এসব আবেদনের প্রেক্ষিতে ফরাসি দূতাবাসগুলো পরিবার পুনর্মিলনীর ভিসা প্রদানে দীর্ঘ সময় ক্ষেপণ এবং নানা অজুহাতে ভিসা আবেদন নামঞ্জুর করে থাকে। ফলে ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশিদের পরিবার ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে নানা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক হয়রানির শিকার হয়। আমরা চাই এসব সমস্যা সমাধানে ফ্রান্স সরকার যেন দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহন করে।