লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি এমাদ, সাধারণ সম্পাদক তাইসির
প্রকাশিত হয়েছে : ২:৪৮:০০,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ২৩৭ বার পঠিত

বদরুল আলম (যুক্তরাজ্য) থেকে :
লন্ডনে বাংলা মিডিয়ার সবচেয়ে বড় প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।
পূর্ব লন্ডনের একটি হলে উৎসব মুখর পরিবেশে ৩০ জানুয়ারী রোববার নির্বাচনে দু’টি প্যানেলের ৩০ জন ও স্বতন্ত্র ৩ জন সহ মোট ৩৩ জন প্রার্থী ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত ১৫ টি পদের মাঝে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৮ টি পদে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এমাদ-তাইসির-মুরাদ এলায়েন্স, আর সাত্তার-মুসলেহ-সালেহ টিম পেয়েছেন ৭টি পদ।
তিনটি পর্বে অনুষ্ঠিত এই সভায় বেলা ২টা থেকে ৬.৩০ ঘটিকা পর্যন্ত ভোট প্রদান চলে। রাত ১১.৩০ মিনিটে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
যারা নির্বাচিত হলেন :
সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এমদাদুল হক চৌধুরী এমাদ। তিনি ১৮২ ভোট পেয়ে সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তারকে ৫৪ ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। আব্দুস সাত্তার পেয়েছেন ১২৮ ভোট।
সাধারণ সম্পাদক হিসেবে ৪৫ ভোটের ব্যবধানে মুসলেহ উদ্দিন আহমদকে পরাজিত করে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন লন্ডনের জনপ্রিয় সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭৬। মুসলেহ উদ্দিন আহমদ পেয়েছেন ১৩১টি ভোট
১৭৮ ভোট পেয়ে ট্রেজারার নির্বাচিত হয়েছেন সালেহ আহমদ। তিনি পরাজিত করেছেন আব্দুল কাদির চৌধুরী মুরাদকে, যার প্রাপ্ত ভোট সংখ্যা ১২০।
শেখ মুজাম্মেল হোসেন কামালকে পরাজিত করে সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক ব্যারিস্টার তারেক চৌধুরী। তিনি পেয়েছেন ১৯৮ ভোট।
ড: আনিসুর রহমান আনিসকে পরাজিত করে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীন সাংবাদিক রহমত আলী। রহমত আলীর প্রাপ্ত ভোট সংখ্যা ১৭১। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ড: আনিস পেয়েছেন ১১৮ ভোট।
সহ সাধারণ সম্পাদক হিসেবে মাত্র এক ভোটের বিনিময়ে ইব্রাহিম খলিলকে পরাজিত করে সাইম চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৫৫ ভোট। আর ইব্রাহিম খলিলের প্রাপ্ত ভোট সংখ্যা ১৫৪।
সহ কোষাধক্ষ পদে পলি রহমান ও আমিনুল আহসান তামিমকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন মো: আব্দুল কাইয়ূম। তিনি পেয়েছেন ১২৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমিনুল আহসান তানিম ৯৬ ও পলি রহমান পেয়েছেন ৮৫ ভোট।
অর্গানাইজিং এন্ড ট্রেইনিং সেক্রেটারী পদে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইমরান আহমদ। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন রুপি আমিন। তিনি পেয়েছেন ১৪৪ ভোট।
মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি পদে মোহাম্মদ আবদুল হান্নান ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন কবি আব্দুল কাইয়ুম পেয়েছেন ১৪৯ ভোট।
ইভেন্ট সেক্রেটারি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রেজাউল করিম মৃধা। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭৪। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন জুয়েল রাজ যার প্রাপ্ত ভোট সংখ্যা ১৩১।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাহনাজ সুলতানা, আহাদ চৌধুরী বাবু, সারওয়ার হোসেন, আনোয়ার শাহজাহা ও নাজমুল হোসেন।
উল্লেখ্য, লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ নির্বাচন প্রতি দুই বছর অন্তর হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারনে গত বছর ২০২১ সালে তা হয় নি।
এদিকে নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন- বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ এবং নব-নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস। এ সময় বার্মিংহাম ও মিডল্যান্ডের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।