সালমান ক্যাটরিনার বিয়েতে দামি গাড়ি উপহার দিলেন!
প্রকাশিত হয়েছে : ২:৫০:৪৮,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৩৮৫ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়েতে উপস্থিত ছিলেন না সালমান খান। এর পরও রয়েছেন আলোচনায়।
সালমান খান এবং রণবীর কাপুর দুজনই তাঁর প্রাক্তন। তাঁরাই ক্যাটরিনাকে বিয়েতে বহুমূল্য উপহার দিয়ে চমকে দিলেন। আপাতত সবার মুখে মুখে ঘুরছে এই উপহারের কথা। সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, শাহরুখ খান, হৃত্বিক যে যা দিলেন-
শোনা যাচ্ছে, সালমান নাকি প্রায় তিন কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন সাবেক প্রেমিকা ক্যাটরিনাকে।
এদিকে ২ কোটি ৭০ লাখের একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন রণবীর তাঁর এই প্রাক্তনকে।
রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া আবার ক্যাটরিনার বেস্ট ফ্রেন্ড। বন্ধুকে বিয়েতে কয়েক লাখ টাকার সুগন্ধী উপহার দিয়েছেন তিনি।
এদিক থেকে দেখতে গেলে শাহরুখ খান বেশ হিসাবী! তিনি নাকি নবদম্পতিকে বিয়েতে দেড় লাখের পেন্টিং উপহার দিয়েছেন।
ক্যাটরিনার সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন হৃত্বিক। তবে বিয়েতে তিনি উপহার দিয়েছেন ভিকি কৌশলকে। শোনা যাচ্ছে প্রায় তিন লাখের BMW G310R উপহার দিয়েছেন তিনি।
তাপসী পান্নুরও পাল্লা ভারী বন্ধু ভিকির দিকেই। অভিনেতাকে তিনি দিয়েছেন ১.৪ লাখ মূল্যের একটি প্ল্যাটিনাম কবজিবন্ধ। তবে উপহারের দিক থেকে সবাইকে ছাপিয়ে গিয়েছেন ক্যাটরিনা। কী দিলেন তিনি স্বামীকে? নায়িকার উপহার, ১৫ কোটি টাকা দামের সুখী গৃহকোণ!