জনমানবশূণ্য ফ্রান্সের রাস্তা-ঘাট
প্রকাশিত হয়েছে : ৪:০৯:৩৩,অপরাহ্ন ২১ অক্টোবর ২০২০ | সংবাদটি ৬৯৫ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কার লাগাম টানতে ফ্রান্সের রাজধানী প্যারিস-সহ দেশটির অন্য ৮টি শহরের রাস্তা যেন জনমানবশূন্য মরুভূমিতে পরিণত হয়েছে।গত শনিবার রাত থেকে এই কারফিউ কার্যকর হওয়ায় ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে ফ্রান্সের ৯টি শহর।
ফ্রান্সের রাজধানী প্যারিস, মার্সেলে, লিয়ন, লিলি এবং তুলোসসহ অন্যান্য শহরের প্রায় ২ কোটি মানুষ কারফিউয়ের আওতায়। প্রত্যেকদিন রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ জারি থাকছে | ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় দেশটির সরকার বিতর্কিত রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনার অন্যতম হটস্পট হয়ে উঠছে ফ্রান্স।
দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, হাসপাতালগুলোর ওপর চাপ তৈরির ঝুঁকি এড়াতে কারফিউয়ের প্রয়োজন। কিন্তু দেশটিতে ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন |
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মঙ্গলবার দেশটিতে রেকর্ড ২০হাজার ৪৬৮ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। গত বছরের ডিসেম্বরে চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ লাখ৩০ হাজার ৭৪৫জন মানুষ এবং মারা গেছেন ৩৩ হাজার ৮৮৫ জন |