নেদারল্যান্ডস যুবলীগের উদ্যেগে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১০:২৭:৫৬,অপরাহ্ন ১৬ আগস্ট ২০২০ | সংবাদটি ৮২৯ বার পঠিত
নাজনীন নিগার হীরা, নেদারল্যান্ডস থেকে
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী শনিবার যথাযোগ্য মর্যাদায় নেদারল্যান্ডসে পালিত হয়েছে।নেদারল্যান্ডস যুবলীগের উদ্যেগে স্কেভেতযারপারক প্রদেশের ডি ফমলেন অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি , দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।এতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশ গড়ার প্রত্যয় জানানো হয়। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
নেদারল্যান্ডস আওয়ামী যুবলীগ সভাপতি সৈয়দ ওয়াফি বিন দেলোয়ারের সভাপত্ত্বিতে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত , গীতা থেকে মন্ত্র পাঠ করা হয়। এ সময় সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
শোকদিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবাদর্শের রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনির আনসারি,শেখ গিয়াস উদ্দিন রাজু ,মাহাবুবুল খান, মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি নাজিবুল হক বাবু,সংগঠনের যুগ্ন সাধারণ রাকিবুল হাসান শাহেদ ,ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা মুক্তি,সাংগঠনিক সম্পাদক সুদিপ্ত,প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন নিগার হীরা ও শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান মাসুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় গণমানুষের মুক্তি ও জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন। তাই বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে দেশে বিদেশে আমাদেরকে চলতে হবে।বঙ্গবন্ধুর শোনার বাংলাকে সত্যিকার ভাবে রূপদান করতে হবে।
এ সময় নেতৃবৃন্দ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের আঠারো জন শাহাদাতবরণকারী সদস্যের রূহের মাগফেরাত কামনা এবং গভীর শোক প্রকাশ করেন।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুদিপ্তর সহযোগিতায় বঙ্গবন্ধুর উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়,যা উপস্থিত সবাইকে আবেগ প্রবন করে তোলে ।