প্যারিসে খান মনির স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২:৫৬:১৭,অপরাহ্ন ২১ জুলাই ২০২০ | সংবাদটি ৩১২ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে সদ্য প্রয়াত খান মনির স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুস্টিত হয়েছে | রোববার বিকেলে ক্যাথসিমাস্থ অফিওরা হল রোমে এ অনুস্টান অনুস্টিত হয় | এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন |
ফ্রান্স বিএনপির সহ সভাপতি ও আমরা জিয়ার সৈনিক ফ্রান্সের সভাপতি সদ্য প্রয়াত খান মনির হোসেনের অকাল মৃত্যুতে এবং বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের মৃত্যতে তাদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আমরা জিয়ার সৈনিক ফ্রান্সের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া কিবরিয়া|
সাবেক ছাত্রদল নেতা ও আমরা জিয়ার সৈনিক ফ্রান্সের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মিলনের পরিচালনায় অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি
সিরাজুল ইসলাম মিয়া |
আলোচনা সভায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানিক মিয়া,রুহুল আমিন ,ছয়েফ উদ্দিন ,ফরিদ উদ্দিন,মকবুল হোসেন,মাহতাব উদ্দিন,জাকির হোসেন,নুরুল আমীন,মিলন মজুমদার প্রমুখ |
এ সময় বক্তারা বলেন, খান মনির ছিলেন একজন মানবতাবাদী সাদা মনের মানুষ | সারাটি জীবনভর তিনি মানুষের জন্য কাজ করে গেছেন | তিনি শহীদ জিয়ার আদর্শের একনিস্ট সৈনিক ছিলেন | তাঁর শুণ্যতা পূরন হবার নয় |
পরে মরহুম খান মনিরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় | দোয়া পরিচালনা করেন, মাওলানা মাহবুব উদ্দিন |