ফ্রান্সের পৌরসভা নির্বাচনে প্রথম বাংলাদেশী কাউন্সিলর হতে যাচ্ছেন সরুফ সদিওল
প্রকাশিত হয়েছে : ৫:৩১:২৩,অপরাহ্ন ৩০ জুন ২০২০ | সংবাদটি ৫২৯ বার পঠিত
- এনায়েত হোসেন সোহেল
ফ্রান্সে পৌরসভা নির্বাচনে প্রথম বাংলাদেশী হিসেবে সরুফ সদিওল কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন |
প্যারিসের নিকটবর্তী সেন্ট ডেনিস এলাকা থেকে তিনি নির্বাচনে অংশগ্রহন করেন| বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী নাগরিক সরুফ সদিওলের প্যানেল ৫৯.৩০% ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
সরুফ সদিওল সোসিয়ালিস্ট পার্টি থেকে প্রতিদ্বন্ধিতা করেন। তিনি দলের সেন্ট ডেনিস এলাকা থেকে এশিয়ানদের প্রতিনিধিত্ব করে আসছিলেন।
সেন্ট ডেনিস এলাকায় এবার মেয়ার নির্বাচিত হলেন মাতিউ হানাথা। তিনি মোট ভোটের ৫৯ শতাংশ ৩০ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী লরেন রুচিয়ে পেয়েছেন ৪০ দশমিক ৭০ শতাংশ ভোট।
সরুফ সদিওলের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কিলোগ্রামে। মৃত দুদু মিয়া সদিওল ও মৃত পিয়ারা বেগমের পুত্র সদিওল ২০০১ সালে ফ্রান্সে আসেন। এর পর থেকেই তিনি ধীরে ধীরে ফ্রান্সের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যান।
নির্বাচিত হওয়ার পর সরুফ সদিওল এক প্রতিক্রিয়ায় জানান- আমার দল বিদেশী বান্ধব। আমি আশা করি দলের সাথে কাজ করে সকল বিদেশী তথা বিশেষত বাংলাদেশী প্রবাসীদের জন্য ভাল কিছু করতে পারবো।