লকডাউন শিথিল করলেও ফের করোনার থাবার শঙ্কায় ফ্রান্স
প্রকাশিত হয়েছে : ৬:০৮:০৮,অপরাহ্ন ১৬ জুন ২০২০ | সংবাদটি ৪৯৪ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
লকডাউনের বিধিনিষেধ শিথিল করায় স্বাভাবিক জীবনের ছন্দে ফিরছেন ফরাসিরা। সোমবার থেকে খুলেছে হোটেল, রেস্তোরাঁ ও ক্যাফে।
এমনকি যেসব দেশের সীমান্ত খুলে দেয়া হয়েছে, সেসব দেশে ঘুরতেও যেতে পারবেন তারা।
তবে লকডাউন তুলে নিলেও নাগরিকদের সতর্ক করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, করোনা আবারও স্বরূপে আবির্ভূত হতে পারে। খবর বিবিসির।
এ জন্য সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন তিনি। সোমবার থেকে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে থাকা সব সীমান্তও খুলে দিয়েছে ফ্রান্স।
পরিবার-পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও অবাধে ঘুরে বেড়াতে পারছেন দেশটির নাগরিকরা। স্কুল-কলেজ এখনই খুলছে না।
আগামী ২২ জুন থেকে দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার কথা রয়েছে। গ্রীষ্মকালে এটি ভয়াবহ রূপ নিয়ে দ্বিতীয় দফায় থাবা মারতে পারে বলে টিভিতে দেয়া এক ভাষণে আশঙ্কা প্রকাশ করেছেন ম্যাক্রোঁ।