নবজাতকের নাম রাখা হলো ‘কোভিড’
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:৫১,অপরাহ্ন ০১ মে ২০২০ | সংবাদটি ৩৬৬ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে মানুষ বেশ কয়েকটি শব্দের সঙ্গে পরিচিত হয়েছে। সেগুলো হলো– করোনা, লকডাউন, কোয়ারেন্টিন ও কোভিড।
শব্দগুলো আতঙ্কের হলেও অনেকে আশীর্বাদ হিসেবে নিয়ে নিজেদের সদ্যোজাত শিশুর নাম রেখেছেন।
করোনা, ভাইরাস, লকডাউনের পর এবার জানা গেল নবজাতকের নাম ‘কোভিড’ রাখতে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, নিজের সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের নাম ‘কোভিড মেরি’ রেখেছেন ফিলিপাইনের এক দম্পতি।
ফিলিপাইনের ব্যাকোলড শহরে এ ঘটনা ঘটেছে ।
গত ১৩ এপ্রিল কন্যাসন্তানের জন্ম দেন কলিন তাবেসা নামের এক নারী।
কঠোর লকডাউনের মধ্যে এ সন্তান জন্মদানে বেশ ভোগান্তি পোহাতে হয় তাদের।
আর করোনা সংকটের বিশেষ এই দিনকে স্মরণীয় করে রাখতে নিজেদের সন্তানের নাম কোভিড মেরি রাখেন শিশুটির বাবা জন টুপাস।
সন্তানের নাম জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি আপলোডের পর অনেকেই তা ভালোভাবে নেননি। তখন থেকেই সমালোচনার শিকার হচ্ছেন টুপাস।
এ বিষয়ে কোভিডের বাবা জন টুপাস বলেন, এই সময়ে একটি শিশুর জন্মদান যে কত ভোগান্তির, তা হয়তো অনেকেই টের পাননি। তবে ফুটফুটে সন্তানের মুখখানা দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। আমি আমার মেয়ের নাম কোভিড রেখেছি এটি স্মরণ করে দিতে যে, কোভিড-১৯ শুধু দুঃখ-দুর্দশা সৃষ্টি করার জন্য আসেনি। এটি এখন আমাদের মঙ্গল ও খুশির বার্তাও দিয়েছে। তবে সমালোচকদের কোনো কথাতেই কান দিচ্ছি না আমি। আমার এখন একটিই লক্ষ্য– মেয়েকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার।
উল্লেখ্য, কয়েক দিন আগে ভারতে দুই মা তাদের নবজাতকের নাম করোনা কুমার ও করোনা কুমারী রেখেছেন। দেশটির এক অভিবাসী শ্রমিক দম্পতি তাদের সন্তানের নাম লকডাউন রেখেছেন। এর আগে মেক্সিকোতে নিজের যমজ মেয়ের নাম করোনা ও ভাইরাস রেখেছেন এক মা।