ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ৫:৪৩:০৮,অপরাহ্ন ১১ মার্চ ২০২০ | সংবাদটি ৩৭৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রঁক রিয়েস্তা।
মঙ্গলবার ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিএনএনকে একথা জানিয়েছেন।
রোববার তার দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ার পর থেকে তিনি নিজেকে গৃহবন্দি করে রেখেছেন বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।
বিশ্বের যে ১০টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে ফ্রান্স তার অন্যতম। ইউরোপের ইতালির পর ফ্রান্সেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
সিএনএন জানায়, সোমবার একদিনেই দেশটিতে ২৮৬ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা এক হাজার ৪১২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির জনস্বাস্থ্য বিভাগের পরিচালক জেরম সালোমন জানিয়েছেন।
চীনের মধ্যাঞ্চলীয় শহর উহান থেকে ছড়ানো এই প্রাণঘাতী ভাইরাসটিতে ফ্রান্সে এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
ফ্রান্সের প্রতিবেশী দেশ ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৬৬ জন থেকে বেড়ে হয়েছে ৪৬৩। আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ জনে দাঁড়িয়েছে। চীনের মূল ভূখণ্ড বাদ দিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা ইতালিতেই সবচেয়ে বেশি।
নতুন রোগী ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় পুরো ইতালিতে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করার মত কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
ফ্রান্সের আরও দুই প্রতিবেশী দেশেও উল্লেখযোগ্য মাত্রায় ছড়াচ্ছে ভাইরাসটি। স্পেনে ভাইরাসটিতে এক হাজার ২০৪ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছে ২৮ জন আর জার্মানিতে আক্রান্ত ১১১২ জন ও মারা গেছে দুই জন।
ফ্রান্সের সঙ্গে সড়ক যোগাযোগ থাকা দ্বীপদেশ যুক্তরাজ্যে আক্রান্ত ২৭৩ আর মৃত্যু হয়েছে পাঁচ জনের।
ইউরোপের অন্যান্য দেশেগুলোর মধ্যে সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডে ভাইরাসটিতে আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে।
সার্স ও মার্স পরিবারের সদস্য নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪০১৮ জনে ও আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৯ জনে দাঁড়িয়েছে।