বার্সেলোনায় বাঙালি পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ১১:৩১:১০,অপরাহ্ন ০১ মার্চ ২০২০ | সংবাদটি ৩০৮ বার পঠিত
বার্সোলোনা প্রতিনিধি
স্পেনের শহর বার্সেলোনায় বাংলা স্কুলের আয়োজনে উৎসব মুখর পরিবেশে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরও বার্সেলোনার স্থানীয় স্কুল “স্কুলা পিয়া’র” হলরুমে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিবাবক, স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বাঙালীর প্রাণের পিঠা উৎসব অনুষ্ঠান।
দেশীয় ঐতিহ্যের নানা পদের পিঠার সমারোহে ভরপুর হয়ে উঠে পুরো হলরুম। শীতকালীন গ্রাম-বাংলার মায়ের হাতের তৈরি পিঠার মতো ভাপাপিঠা, পুলি, পাটিসাপটা, চিতইসহ নানা স্বাদের ও পদের প্রায় শতাধিক পিঠা-পুলির সমাহার বসে এখানে।
পিঠা উৎসবে তৈরি করে আনা পিঠাগুলো প্রথমে এখানে উপস্থিত হওয়া শিক্ষার্থী ও আগত অতিথিদের মাঝে উপস্থাপন করা হয়। পরে ক্রমান্বয়ে পীঠাগুলো উপস্থিতির নিকট স্বাদ গ্রহণের জন্য পরিবেশন করা হয়।
বার্সেলোনায় অবস্থিত বাংলা স্কুল কর্তৃপক্ষ জানায়, মূলত দেশীয় সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে প্রতিবছর আমরা এই আয়োজন করি। স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনারারী কনস্যুলেট জেনারেল রামন পেদরো।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আউয়াল ইসলাম, সদ্য সাবেক সভাপতি আলাউদ্দিন হক, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, কমিউনিটি নেতা শফিক ইসলাম, কমিউনিটি নেতা মোহামেদ কামরুল, ব্যাবসায়ী শফিক খান, স্পেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, বন্ধুসুলভ মহিলা সংগঠনের সভাপতি শিউলি আক্তার ভয়েস অব বার্সেলোনার সাধারণ সম্পাদক এ আর লিটুসহ অনেকে।
উৎসবে স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীসহ, বাঙালী অনেক নারীরা উপস্থিত ছিলেন। সবাই নিজেদের সংস্কৃতিকে বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন খুশি মনে।