স্পেন বাংলা চেম্বার অব কমার্সের সভাপতির ক্রীড়া সামগ্রী প্রদান
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:১৫,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫২৪ বার পঠিত
বকুল খান , স্পেন থেকে
স্পেন বাংলা চেম্বার অব কমার্সের সভাপতি ও কাসা কুইনার স্বত্বাধিকারী রাসেল হাওলাদার বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে পুরো মৌসুমের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন ।
৪ জানুয়ারী শনিবার বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনাকে স্হানীয় মধুর ক্যান্টিন রেষ্টুরেন্টে এক আনন্দঘন সভার মধ্য দিয়ে পুরো মৌসুমের ক্রিড়া সামগ্রী হস্তান্তর করেন। সিনিয়র সহ সভাপতি এ আর লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিংস ক্রিকেট ক্লাব এর সভাপতি আশরাফ হোসেন মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাসা কুইনার স্বত্ত্বাধিকারী স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সভাপতি রাসেল হাওলাদার|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,আব্দুল বাসিত,রফিক উদ্দিন, লুৎফর রহমান সুমন, সেলিম আহমদ লালন,রিয়াদ হাওলাদার|
অন্যান্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন বয়েজ অব বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন ,জুয়েল আহমদ, সালাউদ্দিন,আয়নূল, রজন আহমদ,মারুফ আহমদ,আমির হোসেন আমু,মোহন আহমেদ, রুহুল আমিন,জোবেদ আহমদ, রাজা পাকিস্তানি সহ রাজনৈতিক সামাজিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।
অনুষ্টানে বক্তারা সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মননশীল কাজকর্ম সহ খেলাধুলায় উৎসাহ প্রদানের মধ্য দিয়ে সুন্দর কমিটি বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান | ক্রীড়া ও সামাজিক ক্ষেত্রে
ব্যবসায়ী রাসেল হাওলাদারের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি রাসেল হাওলাদার বলেন، যুবকরাই দেশের মূল চালিকা শক্তি, সামাজিক উন্নয়ন, খেলাধুলা সহ দেশের স্বার্থে এদের পাশে থাকা মানবিক ও সামাজিক কর্তব্য বলে মনে করি তাই সহযোগিতারএবং যেকোনো ভালো কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন |
কিংস ক্রিকেট ক্লাব এরনেতৃবৃন্দ তাদের বক্তব্যে রাসেল হাওলাদারের উৎসাহ মূলক মূল্যবান উপহার প্রদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন |