প্যারিসে ৫ জানুয়ারী রোববার বাউল উৎসব
প্রকাশিত হয়েছে : ২:২৩:৩৫,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১১৫৯ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
নতুন বছরের প্রথম সপ্তাহে ৫ জানুয়ারী রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে বাউল উৎসব অনুষ্ঠিত হবে। শিল্প ও সাহিত্যের নগরী প্যারিসে প্রথমবারের মতো বাউল উৎসবকে ঘিরে এখন প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিরাজ করছে আনন্দের ঢেউ। বাংলাদেশের কিংবদন্তি বাউল শিল্পী শাহ আব্দুল করিম স্মরণে শেকড়ের সন্ধানের আয়োজনে এই বাউল উৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে গত বুধবার প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত গার দো নর্দের স্থানীয় একটি রেস্টুরেন্টে কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী ছাড়াও বাংলাদেশী কমিউনিটির সাংস্কৃতিক শিল্পীরাও উপস্থিত ছিলেন ।
সভায় শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা সাংবাদিক জামিল আহমেদ সাহেদ বলেন, এই প্রথমবারের মতো প্যারিসে বাউল উৎসবের আয়োজন করতে যাচ্ছি আশা করছি আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা এই অনুষ্ঠানকে সফল ভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি শরীফ আল মমিন, সাধারণ সম্পাদক টি এম রেজা ,ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ,স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন,মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি রিপন হাওলাদার, প্রতিষ্ঠাতা সোনার বাংলার রেদোয়ান আহমেদ জুয়েল, ফ্রান্স আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রিপন দেবনাথ,কুমিল্লা সমিতির আহ্বায়ক কামাল মিয়া,ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু,নগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহ আলম মায়া,ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমু,এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব এইচ এম মিহির,কাজল মোহাম্মদ,আজাদ মিয়া,দবির মোহাম্মদ,নৃত্যশিল্পী ইলিয়াস খান,কণ্ঠশিল্পী মিষ্টি বিশ্বাস,নৃত্যশিল্পী মিষ্টি গোমেজ,সুচিস্মিতা পূজা,পারবেজ রানা,বৃষ্টি গোমেজ।
কমিউনিটি নেতৃবৃন্দরা বলেন, আয়োজক শেকড়ের সন্ধান কে আমরা ধন্যবাদ জানাই মরমী শিল্পী শাহ আব্দুল করিম স্মরণে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য। অনুষ্ঠান সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।