প্যারিসে এক প্রবাসীর আকস্মিক মৃত্যু,কমিউনিটির শোক
প্রকাশিত হয়েছে : ৫:৫৭:২০,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫২২ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে আকস্মিকভাবে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে | তাঁর নাম ছফর উদ্দিন (৪৫) | তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলী নগর ইউনিয়নের চন্দ্র গ্রামের আব্দুর রহমান ও রাবেয়া বেগমের পুত্র |
বুধবার সকালে মনপান্নাস নামক স্থানে নিজ কর্মস্থলে তিনি আকস্মিকভাবে মুত্যুবরণ করেন | ২০১৬ সালে প্রবাসে পাড়ি দেয়া ছফর উদ্দিন স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ চার ভাই দুবোন রয়েছে | বর্তমানে তিনি স্থায়ীভাবে ফ্রান্সে বসবাস করছিলেন | পরিবাবের একমাত্র উপার্জন কারী ছফর উদ্দিনের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার বাকরুদ্ধ |
বর্তমানে ছফর উদ্দিনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে | ফ্রান্স সরকারের আইনী পদক্ষেপ সমাপ্ত করে শ্রীঘ্রই তাঁর মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হবে এবং জানাজার নামাজ কখন কোথায় হবে তা জানানো হবে |
এদিকে ছফর উদ্দিনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ |