ছাতক দোয়ারা উন্নয়ন পরিষদ ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:৪৬,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫০৭ বার পঠিত
শাবুল আহমেদ
প্যারিসে ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদ ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা পর্ষদের সদস্য ছাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল ফজলের স্বদেশ যাত্রা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সোমবার (২ ডিসেম্বর) বিকালে প্যারিসের ক্যাথসীমাস্থ সোনার বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিপুল সংখ্যক ছাতক দোয়ারা প্রবাসী উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ফরিদ মিয়া’র সভাপতিত্বে ও সেলিম আল দ্বীনের পরিচালনায় সভায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম, নুরুল আমীন, অর্থ সম্পাদক নাছির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক, মঈনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রিপন মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ইকবাল লালা, ক্রীড়া বিষয়ক সম্পাদক কয়েছ মিয়া।
এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মোঃ দিলোয়ার হোসেন সুমন, বদরুল আহমেদ, শিপলু আহমেদ, বদরুল জামাল, সাইদুর রহমান, সুমন আহমদ, রনি আহমদ, ছাদেক আহমদ, ময়জুল হক, শাহ-আলম, শাহীন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা শীত মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন রকমের সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।