আমেরিকার সেনাবাহিনীতে যোগ দিলেন বিয়ানীবাজারের মাসরাত
প্রকাশিত হয়েছে : ৭:১৫:৩৯,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৩ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
মার্কিনসেনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে বিয়ানীবাজারের মাসরাত আহমদ। সম্প্রতি সে নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন শেষ করে মার্কিন সেনাবাহিনীতে যোগ দিতে প্রয়োজনীয় ট্রেনিং সম্পন্ন করেছে।
মাসরতা আহমদ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাউরভাগ গ্রামের মাসুম আহমদের ছেলে। মা-বাবার সাথে নিউইয়র্কের ওজনপার্কেই বসবাস করে মাসরাত।

সন্তানের এমন এ অর্জনে আপ্লুত ও উচ্ছ্বসিত তার বাবা-মা’সহ স্বজনরা। মাসরাত আহমদের সার্বিক সাফল্যের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।