ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে বিসিএফ ও ফ্রান্স এমপি’র বৈঠক
প্রকাশিত হয়েছে : ১০:১৬:২৬,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক
ফ্রান্সের সংসদ সদস্য ডেনিয়েল অবোনোর সাথে সৌজন্য সাক্ষাৎ ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে সংসদ সদস্য ও ফ্রান্স বাংলাদেশ ফ্রেন্ডশীপ গ্রূপের প্রেসিডেন্ট ডেনিয়েল অবোনোর আমন্ত্রণে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর ২৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন।
এ সময় ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানাবিদ সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয় ।আলোচনা সভায়, ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা যে ভিনদেশী দুষ্কৃতী কারীদের দ্বারা হামলা, চুরি-ছিনতায়, ডাকাতির শিকার হচ্ছেন তা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করেন।এ ছাড়া ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের দেশ থেকে পরিবার আনার ক্ষেত্রে নানা জটিলতা-দীর্ঘসূত্রিতার বিষয়টিও উনাকে অবহিত করেন নেতৃবৃন্দ । সেই সাথে সংগঠনের পক্ষ থেকে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শিল্প সংস্কৃতির রাজধানী প্যারিসে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের নিমিত্তে লিখিত আবেদন করা হয়।
ফ্রান্স সংসদ সদস্য ডেনিয়েল অবনো আন্তরিকতার সাথে দীর্ঘক্ষণ সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং বিষয় গুলি আশু সমাধানে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভায় বিসিএফর পরিচালক এম ডি নূর শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন এবং আমন্ত্রনের জন্য ম্যাডাম অবনকে ধন্যবাদ জানান। বি সি এফ এর কার্যক্রম গুলি একে একে তাঁর কাছে তুলে ধরেন বি সি এফ ডেলিগেশন চীফ নয়ন এন কে।
এসময় বাংলাদেশিদের সমস্যা সংক্রান্ত বিষয় গুলি নিয়ে বক্তব্য রাখেন যথাক্রমে আকাশ মোহাম্মদ হেলাল, তুহিনা আক্তার রিমা, দৈনিক মানব জমিনের ফ্রান্স প্রতিনিধি আব্দুল মোমিত রোমেল, মোজাম্মেল হোসেন, তারেক আজিজ আব্দুল কাদের, মোহনা খান, আব্দুস সাত্তার এবং জেমি মাসুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, ইউরো বাংলা ২৪ নিউজ এর সম্পাদক মোহাম্মদ নুরুল আলম (মাসুম) প্রমুখ।
ফ্রান্সের মূলধারার সাথে কার্যকর সেতু বন্ধনের মাধ্যমে ফ্রান্সে বাংলাদেশিদের সমস্যা গুলি সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাবে বি সি এফ।