ফ্রান্সে আমরা জিয়ার সৈনিকের উদ্যেগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৭:১৮:২৪,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮৩ বার পঠিত
শাবুল আহমদ
ফ্রান্সে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্যারিসের একটি অভিজাত রেস্তুরায় ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপি সমর্থিত আমরা জিয়ার সৈনিক নামক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী জিয়ার সৈনিকেরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি খান মনির হোসাইনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মিলনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা মানিক মিয়া।বিশেষ অতিথি হিসেবে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রুহুল আমিন,কাইয়ুম সরকার, কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শামীমা আখতার রুবি।
অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন,জিএম গোলাম কিবরিয়া মিল্টন। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সর্ব ইউরোপ যুবদলের আহবায়ক মিল্টন সরকার,আমরা জিয়ার সৈনিক ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক ছয়েফ উদ্দিন,সহ দপ্তর সম্পাদক মাহতাব হোসেন,আইন বিষয়ক সম্পাদক ,রিপন হাওলাদার ,মেজবাউল হক,হুমায়ুন কবির,ইয়াছিন আলী তালুকদার,জাকির হোসেন,জুয়েল আহমদ,তোফায়েল ইউনুছ মোল্লা,বায়োজিদ বোস্তামি,মিলন মজুমদার,মকবুল হোসেন,মহসিন আলী,সালা উদ্দিন,জহির উদ্দিন লিটন, নয়ন আমিন শাহ প্রমুখ।
সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ ৬ বছরের শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের বাক স্বাধীনতা নিশ্চিত, দেশকে তলা বিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী ও জাতিকে মর্যাদা শীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান মিডনাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতীয়দের সকল খায়েশ পূরণে ব্যস্ত রয়েছেন। সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। তারেক রহমানের বিরুদ্ধে সাজা ও মামলা দায়ের করেছে। কিন্তু কোন ষড়যন্ত্রই জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে পারবেনা। বিপ্লবের চেতনায় উদ্ভাসিত হয়ে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবেই।
তারা বলেন, অবৈধ সরকার বিপ্লবের চেতনাকে ভয় পায়, তাই তারা ৭ নভেম্বরের বিপ্লবের মহানায়ক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে। তারা গণতন্ত্রকে হত্যা করে ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। অথচ বিপ্লব এদেশের মানুষের শিরায় শিরায় বহমান। আর ক্ষমতাসীন গোষ্ঠী দেশ-জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শক্র। তাই যতই জুলুম-নিপীড়ন চালানো হোক না কেনো, বিপ্লবীদের দমিয়ে রাখার সাধ্য কারো নেই। তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশে-বিদেশে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।