প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ৭:৫১:৫৮,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৬২ বার পঠিত
শাবুল আহমদ
প্যারিসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বুয়েটের মেধাবী ছাত্র আব্রারকে পিটিয়েহত্যার দৃষ্টান্ত মূলক বিচার,ভোলায় হজরত মোহাম্মদ সা ,কে ব্যঙ্গ প্রতিবাদে মিছিলে পুলিশের গুলিতে নিহতদের হত্যার বিচার এবং ফেনী নদীর পানি ভারতকে দেয়ার জাতিসত্তা বিরোধী চুক্তির প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ফ্রান্সের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্সের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুরো রিপাবলিক চত্বরে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিত ছিল লক্ষণীয়।
সংগঠনের সভাপতি ইলিয়াস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা কবির হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া,মিজানুর রহমান,মনির খান,জুনেদ আহমদ,রহিদ পাঠোয়ারী,রানা আহমদ,মশিউর রহমান,আলম খান,কুদ্দুস আহমদ,হুমায়ুন আহমদ,বাবলু মিয়া,ইব্রাহিম তারা ,বিপ্লব আহমদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যে মানুষটি গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করে যাচ্ছেন, আজ সেই মানুষটিকে আটকে রাখা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করতে চাইছে সরকার।তাই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে যে কোন মূল্যে মুক্ত করা হবে।
বক্তারা বলেন,বিনাভোটে সরকারে থাকা আওয়ামী লীগ দুর্নীতিবাজ, অপরাধী, টেন্ডারবাজ, ক্যাসিনো ব্যবসায়ীতে ছেয়ে গেছে। চলমান শুদ্ধি অভিযানেই বিষয়টি প্রমাণ করে। এই অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগ নেতাদের চরিত্র ফুটে উঠেছে। বিএনপি রাজপথে আন্দোলন করছে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সকল প্রকার কার্যক্রম চালিয়ে যাবে।