প্যারিসে সাংবাদিক মামুন সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:০৭,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৩০ বার পঠিত
বৃহত্তর সিলেটের কুলাউড়ার কৃতি সন্তান সাংবাদিক মো:অাবুল কালাম মামুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে | অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয় |রোববার বিকেলে প্যারিসের একটি অভিজাত হলে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এ সংবর্ধনা প্রদান করে | এ সময় বিপুল সংখ্যক প্রবাসী কুলাউড়াবাসী উপস্থিত ছিলেন |
সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ময়নুল ইসলাম ও যুগ্ম সম্পাদক জিল্লু খানের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি -আলী হাসান সিরাজ |
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মোঃ ইসহাক মিয়া , ও সাবেক সভাপতি, সাব্বির চৌধুরী, সাবেক সাধারন সম্পাদকঃ সাইফুল অালম , জয়নাল আবেদীন সিদ্দিকী মানিক,মোঃসিপার মিয়া, খায়রুল আমিন খসরু,অজয় দাষ, আব্দুল হান্নান কুঠি। সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক- ইয়াকুব আলী,
কোষাধ্যক্ষ আবুল খায়ের আরও বক্তব্য রাখেন হাসান সিদ্দিকী, সাইদুর রহমান,আব্দুল বাসিত সুমন, কয়সর আহমদ, সাতির আলী, আলাল খান, অলিদ আহমদ, আব্দুল হক,ওয়াহিদ মিয়া,কাজল মিয়া, সেলিম মিয়া, রফিক মিয়া, ইমন অাহমেদ, ম্যাক নাজির , হোসেন সিদ্দিকী, নাজমুল হোসেন,বাচ্চু সিদ্দিকী, মনসুর আহমদ, জালাল উদ্দীন, জিল্লুর রহমান লিলু প্রমুখ |
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক আবুল কালাম মামুন আমাদের কুলাউড়াবাসীর গর্ব | একজন ত্যাগী,নিলোভ,সৎ আদর্শবান সাংবাদিক হিসেবে তিনি প্যারিসের সকল মহলে সমাদৃত | বক্তারা তাঁর আশু মঙল কামনা করেন |